Class – 9
Model
activity task
History
Part – 5
(2nd Series)
1) ‘ক’
স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ
মেলাও
ক- স্তম্ভ |
খ- স্তম্ভ |
১.৪
রক্ত ও লৌহ নীতি |
(ক)
সাঁ সিমো (খ)জোসেফ ম্যাৎসিনি (গ)বিসমার্ক (ঘ)হামফ্রে ডেভি |
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো ;
২.১। ফ্রান্সে
দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। সত্য
২.২। শিল্প
বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়। সত্য
২.৩। হিটলারের ভাষায়
ইতালি ছিল একটি ভৌগলিক সংজ্ঞা মাত্র। মিথ্যা
২.৪। এড্রিয়ানোপলের
সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। সত্য
৩. দুটি বা তিনটি বাক্যে নিচের
প্রশ্নগুলির উত্তর দাও.
৩.১ । রিসর্জিমেন্টো
কী ?
উঃ- রিসর্জিমেন্টো কথার অর্থ ‘পুনর্জাগরণ’। ইটালিবাসীর
মনে বিভিন্ন কারণে যে অখন্ড জাতীয়তাবাদী ধারণার জন্ম হয়েছিল তাঁকে রিসর্জিমেন্টো
বলা যেতে পারে।
কার্বোনারী নামক গুপ্ত সমিতির প্রভাবে নেপলসের
বিদ্রোহী নেতা জেনারেল পেপ সরকারের কাছে সাংবিধানিক সংস্কারের দাবি জানায়।
৩.২। ঘেটো কাকে
বলা হয়
?
উঃ- শিল্প ব্যবস্থায় মালিক শ্রেণি কালো
বর্ণের মানুষদের আলাদা করে রাখত। এমনকি তাদের জন্য ফ্যাক্টরির
অভ্যন্তরে আলাদা এলাকা চিহ্নিত করে রাখা হতো। এই ধরনের বিশেষ নির্দিষ্ট বসতি ঘেটো
নামে পরিচিত।
৪. সাত
বা আটটি বাক্যে উত্তর দাও ;
৪.১। কাকে ‘মুক্তিদাতা
জার’ বলা হয় এবং কেন ?
উ- সিংহাসনে আরোহণের পর
জার দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হল ভূমিদাস প্রথার
উচ্ছেদ। রাশিয়ার
ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার
দ্বিতীয় আলেকজান্ডার কে মুক্তিদাতা জার বলা হয়। তিনি সংস্কারবাদী,
বাস্তববাদী ও দায়িত্ববান শাসক ছিলেন। তিনি রাশিয়া তথা বিশ্ব ইতিহাসে
দাসপ্রথার উচ্ছেদকারী হিসেবে সমাদৃত হন।
ভূমিদাস প্রথার অপ্রয়োজনীয়তাঃ-
বহুদিন পূর্ব থেকেই রাশিয়ার ভূমিদাস
প্রথা অপ্রয়োজনীয় হয়ে উঠেছিল। কারণ রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটায় ও অন্তর বাণিজ্য
গড়ে ওঠায় স্বাধীন শ্রমিকের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। তাছাড়া কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও উন্নত
প্রযুক্তির ব্যবহারের ফলে ভূমি দাসদের আর কোন প্রয়োজন ছিল না।
কৃষকদের ক্ষোভঃ-
জারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কৃষকেরা
উদারনৈতিক আন্দোলনে অংশ নিয়েছিল। প্রথম নিকোলাসের আমলে 1854 - 1855
খ্রিষ্টাব্দের মধ্যে চারশোটি কৃষক বিদ্রোহ হয়েছিল যা ভূমিদাস প্রথার উচ্ছেদের
বিষয়টিকে ত্বরান্বিত করে। রাশিয়ায় বহু লেখক ও বুদ্ধিজীবীরা দাস প্রথার
অবসানে কলম ধরেন। এই অবস্থায় রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার তাঁর উদারনৈতিক
সংস্কারের দ্বারা এক ঘোষণায় ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন। রাশিয়ায় এভাবে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়।
ঘোষণাপত্র-
1861 সালের 19শে ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়।
এতে বলা হয় -
· ভূমিদাসরা
দাসত্ব থেকে মুক্তি পাবে ।
· ভূমিদাসদের জমিগুলি
পরিচালনার ভার থাকবে মির নামক গ্রাম্য সমিতির ওপর।
· মীর গুলি কর আদায়, কর
জমা দেওয়া, সেনা সংগ্রহ ইত্যাদি কাজ করবে।
0 Comments