Looking For Anything Specific?

Header Ads

বর্ষাকাল রচনা 🌿

 বর্ষাকাল 


বর্ষাকাল আমাদের দেশের একটি প্রধান ঋতু। এটি বছরের দ্বিতীয় ঋতু এবং গ্রীষ্মের পর আসে। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই সময়ে প্রকৃতি নতুন রূপ ধারণ করে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় যা আমাদের দেশের কৃষি, জীবনযাত্রা ও পরিবেশে বড় প্রভাব ফেলে। মাঝে মাঝে অতি বৃষ্টির ফলে বন্যা ও হয়। সাধারনত গ্রামের দিকে পুকুর খাল বিল এর জল উপচে লোকালয়ে চলে আসে, ফলে সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হয়ে হয়। শুধুমাত্র গ্রামেগঞ্জেই নয় অতি বৃষ্টির ফলে শহরে রাস্তায় এবং নিচু এলাকাতে জল জমে যায়, ফলে সাধারণ মানুষের ভোগান্তি হয়। তাছাড়া বর্ষাকালে জলবাহিত নানা সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে। 

বর্ষার নেতিবাচক দিকের মতন কিছু কিছু ইতিবাচক দিকও আছে। - সেগুলি হল -  বর্ষার বৃষ্টিতে মাঠের ফসল ও গাছপালা নতুন জীবন পায়। কৃষকরা তাদের জমি প্রস্তুত করে নতুন ধানের চারা রোপণ করে। বর্ষার জল মাটির উর্বরতা বাড়ায় এবং ফসলের ফলন বৃদ্ধি করে। এ সময়ে কাঁঠাল, আম, লিচু সহ বিভিন্ন মৌসুমি ফল পাওয়া যায়, যা সবার মুখে আনন্দ নিয়ে আসে। কৃষকদের জন্য বর্ষাকাল আশীর্বাদ নিয়ে আসে। এজন্যই আমাদের দেশ এমন সুজলা সুফলা শস্য শ্যামলা। 


 


Post a Comment

0 Comments