Looking For Anything Specific?

Header Ads

উচ্চমাধ্যমিক সাজেসান ২০২৫ ।। বিষয় - বাংলা - গল্প ভাত ।। MCQ SAQ এবং ৫ নম্বর মানের প্রশ্ন ।।


শ্রেণী - দ্বাদশ 

বিষয় - বাংলা 

গল্প - ভাত





MCQ -

১. উচ্ছবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল ?

(ক) তান্ত্রিক (খ) বাসিনী (গ) ভজন চাকর 

২. কালো বিড়ালের লোম আনতে গেছে - 

(ক) বড় পিসিমা (খ) বড় বউ (গ) উচ্ছব (ঘ) ভজন চাকর 

৩. কনকপানি চালের ভাত খান - 

(ক) বড়বাবু (খ) ছোটবাবু (গ) মেজবাবু (ঘ) পিসিমা 

৪. মন্ত্রবলে তান্ত্রিক কী দিয়ে রোগ বেঁধে ফেলেন ?

(ক) কালো বিড়ালের লোম (খ) ঘোড়ার লেজের লোম (গ) ঢোরা সাপের লোম

৫. মারতে মারতে উচ্ছবকে থানায় নিয়ে যাওয়া হয়, কারণ -

(ক) টাকা চুরির জন্য (খ) পেতলের ডেচকি চুরি করার অপরাধে (গ) রান্নার খিচুরির পাত্র চুরির জন্য (ঘ) চাল চুরির জন্য 

৬. অশুচ বাড়ির ভাত খেতে নি দাদা- এ কথা বলেছিল - 

(ক) বড় বউ (খ) বাসিনী (গ) তান্ত্রিক (ঘ) বড় পিসিমা 

৭. দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয় - কার ঘরে রান্না হয় - 

(ক) সাধনবাবুর ঘরে (খ) সতিশ মিস্ত্রির ঘরে (গ) মহানাম সতপতির ঘরে 

৮. খাবার ঘর মুছেচ বাসিনী ? - বলে 

(ক) ছোট বউ (খ) মেজ বউ (গ) বড় পিসিমা 

৯. মনিবের ধান যায় তো তুই কাদিস কেন ? বলেছিল - 

(ক) সতপথি (খ) সাধনবাবু (গ) বাসিনী 

১০. এ গল্প গ্রামে সবাই শুনেছে - গল্পটা হল - 

(ক) বাসিনীর মনিব বাড়ীতে হেলাঢেলা ভাত

(খ) বাসিনীর মনিব খুব ভাল লোক 

(গ) বাসিনীর মনিব সতিশবাবুর আত্মীয় 

(ঘ) বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা


SAQ - 

১. রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব কার ছিল ? শাশুড়িকে সে কি খাইয়েছিল ?

২. ঝিঙেশাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায় ?

৩. ওই পাঁচ ভাগে ভাত হয় ? - পাঁচ ভাগের পরিচয় দাও ।

৪. কপালটা মন্দ তার - বলার কারণ কী?

৫. দিনটা এমন ছিল - দিনটা কেমন ছিল ?

৬. টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে - সেই কৌটোতে কী ছিল ?

৭. কিন্তু সাগরে শিশির পড়ে - বলতে কি বোঝানো হয়েছে ?

৮. তখনি উচ্ছব প্রেত হয়ে গেছে - কখন উচ্ছব প্রেত হয়ে গেছিল ?

৯. শেষ খোঁচাটা মারেন - খোঁচাটা কি ছিল ?

১০. নইলে দোষ লাগবে - বলার কারন কী ?

১১. সে স্বর্গ সুখ পায়  - কে কীভাবে স্বর্গসুখ পায় ?

১২. চন্নুনী রে ! তুইও খা ; - কোন গল্পের অংশ ? চন্নুনীর পরিচয় দাও।

১৩. তাস পেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে - কেন ছেলেগুলো অস্বস্তিতে পড়ে ?

১৪. নইলে দোষ লাগবে - বলার কারণ কী ?

১৫. সে এট্টা কথা বটে - কথাটি কী ?


MARKS - 5

১. ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির কতৃ বড় পিসিমার চরিত্র বিশ্লেষণ করো। ৫

অথবা / 

এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে - বড় পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় ? ১+৪ 

২. বাসিনী এনেছ । বাদায় থাকে , অথচ ভাতের আহিংকে এতোখানি - বাসিনী কে ? সে কাকে, কী জন্য এনেছে ? উদ্দিষ্ট ব্যাক্তির ভাতের আহিংকে এত কেন ? ১+২+২ 

৩. মহাশ্বেতা দেবীর ভাত ছোটগল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। ৫ 

৪. তুমি কী বুঝবে সতিশবাবু - সতিশবাবু কে ? সতিশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে ? ১+২+২

৫. সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। - ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন ? সে কে ? বুঝতে পেরে সে কী করেছিল ? ১+১+১+২ 

৬. দাঁতগুলো বের করে সে কামটের মতই হিংস্র ভঙ্গি করে - কে, কার প্রতি এরুপ আচরণ করেছিল ? তার এরুপ আচরনের কারণ বিশ্লেষণ করো । ২+৩


Post a Comment

0 Comments