শ্রেণী - দ্বাদশ
বিষয় - বাংলা
গল্প - ভারতবর্ষ
১. বাজারে হাস্কিং মেশিনের পিছনে ছিল - (ক) ইটভাটা (খ) বাঁশবন (গ) চায়ের দোকান (ঘ) আড়ত
২. চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির হাতে ছিল -
(ক) মোটা লাঠি (খ)বেঁটে লাঠি (গ) তুলোর কম্বল (ঘ) ন্যাকড়ার থলে
৩. বুড়ির মুখে কীসের চিহ্ন ছিল ?
(ক) ক্রোধের (খ) সুদীর্ঘ আয়ুর (গ) দুশ্চিন্তার
৪. সভ্যতার ছোট উনানটা কী ?
(ক) বাজার (খ) গঞ্জ (গ) হাট (ঘ) চণ্ডীমণ্ডপ
৫. বুড়ি ঘুরে বলল - কী বলল ?
(ক) তোরা মর (খ) তোরা ঘরে যা (গ) তোরা বেঁচে থাক
৬. এতএব মড়াই বটে - এমন সিদ্ধান্তে আসার কারণ ছিল -
(ক) বুড়ির কপাল প্রচণ্ড ঠাণ্ডা (খ) বুড়ি নিঃসাড় (গ) বুড়ির শরীর ফুলে ঢোল (ঘ) বুড়ির নাড়ীর কোনো স্পন্দন নেই
৭. হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল - দৃষ্টিটি হল -
(ক) হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে
(খ) হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে
(গ) বুড়ি মারা গেছে বলে সকলে কাদছে
(ঘ) মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে
৮. বান্দা মানুষ কে ছিলেন ?
(ক) করিম ফরাজি (খ) ফজলু সেখ (গ) নকড়ি নাপিত (ঘ) নিবারন বাগদি
৯. শ্রীহরি শ্রীহরি শ্রীহরি - বলেছিল বুড়ি, শুনেছিল কে ?
(ক) ভটচাজমশাই (খ) বুড়ি (গ) নকড়ি নাপিত (ঘ) চৌকিদার
১০. বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো - চৌকিদার কি পরামর্শ দিয়েছিল ?
(ক) দোকান বন্ধ করতে (খ) দাঙ্গা থামাতে (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে (ঘ) বুড়ির সেবা করতে।
১১. ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানা দূরত্ব ছিল- (ক) দু মাইল (খ) চার ক্রোস (গ) পাঁচ ক্রোস।
১২. ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম - এমন শোনার কথা বলেছিল -
(ক) করিম ফরাজী (খ) ভটচাজমশাই (গ) মোল্লাসাহেব (ঘ) ফজলুসেখ।
১৩. বুড়িকে হরিবল পড়তে স্পষ্ট শুনেছে -
(ক) ভটচাজমশাই (খ) নিবারণ বাগদী (গ) নকড়ি নাপিত (ঘ) ফজলু শেখ।
১৪. বুড়িমা ! তুমি মরোনি ! - এ কথা বলেছিল ?
(ক) নকড়িনাপিত (খ) করিম ফরাজি (গ) ফজলু শেখ (ঘ) চৌকিদার।
১৫. সে দূরের দিকে ক্রমশ আবঝা হয়ে গেল । - তখন প্রকৃতির বুকে -
(ক) সূর্যোদয় আসন্ন (খ) প্রখর মধ্যাহ্ন (গ) গভীর রাত্রি (ঘ) সূর্যাস্ত আসন্ন।
SAQ -
১. বাজারে বিদ্যুৎ আছে। - বাজারে কি কি আছে তার বর্ণনা দাও।
২. ডাওর বলতে কী বোঝো ?
৩. ফাপী কাকে বলে ?
৪. সেটা সবাইকে অবাক করেছিল। - সবাই অবাক হয়েছিল কেন ?
৫. সেই সময় এলো এক বুড়ি, বুড়ির অবয়ব কেমন ছিল ?
৬. একজন ঠান্ডা মাথায় বলল - কি বলেছিল ?
৭. পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচন টি কি?
৮. বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো- বিজ্ঞ চৌকিদারের পরামর্শ কিভাবে মানা হলো ?
৯. কলমা কি?
১০. আরবি মন্ত্র পড়ছে ওরা - কারা, কেন আরবি মন্ত্র পড়ছে? ১১. যবন নিধনে অবতীর্ণ হও মা - বক্তব্যটির অর্থ কি ?
১২. নারায়ে তকবির আল্লাহু আকবর - উক্তিটির অর্থ কি ?
১৩. বুড়ি চৌকিদার কে কি বলেছিল ?
১৪. বচসা বেড়ে গেল - বচসার কারণ কী ?
MARKS - 5
১. ভারতবর্ষ গল্পটির মূল সূর বিদ্বেষ ও ধর্মান্ধতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক মানবীয় দৃষ্টিভঙ্গি। - গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৫
২. শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল,- কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন ? ১+৪=৫
৩. বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা কর। ২+৩ = ৫
অথবা,
দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে - প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। ৫
অথবা
দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগল।, - এমন ঘটনার কারণ নিজের ভাষায় লেখ। ৫
৪. বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। - বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পরে থাকার কারণ কী ? ২+৩ =৫
৫. কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। - সে বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? ১+৪ =৫
0 Comments