দশম শ্রেণী বিষয় – বাংলা
দ্বিতীয় অধ্যায় – অসুখী একজন
৩ ও ৫ নম্বর মানের প্রশ্ন
৩ নম্বর মানের প্রশ্ন
১. “ একটা কুকুর চলে গেলে, হেঁটে গেল
গির্জার এক নান ’’ – নান শব্দটির অর্থ কী ? মন্তব্যটির তাৎপর্য লেখো। ১+২
২. “ নেমে এল তার মাথার ওপর ’’ – কী
নেমে এল ? এই নেমে আসার তাৎপর্য কী ? ১+২
৩. সমস্ত সমতলে ধরে গেল আগুন – কী
কারণে সমতলে আগুন ধরে গেল ? আগুন ধরে যাওয়ার ফলে কী হয়েছিল ? ১+২
৪. “ শান্ত হলুদ দেবতারা ’’ – কোন
কবিতার অংশ ? দেবতাদের শান্ত ও হলুদ বলা হয়েছে কেন ? ১+২
৫. “ তারা আর স্বপ্ন দেখাতে পারল না
’’ – তারা বলতে কাদের কথা বলা হয়েছে ? তারা স্বপ্ন দেখতে পারল না কেন ? ১+২
৫ নম্বর মানের প্রশ্ন
১. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ’’
– এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। ৫
২.’’ অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়/
আমি চলে গেলাম দূর ... দূরে।” বক্তা চলে যাওয়ার পরে কী কী ঘটেছিল ? ৫
৩. “ আমি তাকে ছেড়ে দিলাম “ – কে কাকে ছেড়ে দিয়েছিলেন ? কীভাবে তাকে রেখে যাওয়া
হয়েছিল ? এই ছেড়ে যাওয়ার বিশেষত্ব কী ছিল ? ১+১+৩
৪. “ সে জানত না আমি আর ফিরে আসব না
’’ – কার কথা বলা হয়েছে ? কথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে ? ১+২+২
৫.
“ সেই মেয়েটির মৃত্যু হোল না “ – কোন মেয়েটির ? কীসে তার মৃত্যু হল না ? কীভাবে তা
সম্ভব হল ? ১+১+৩
0 Comments