Looking For Anything Specific?

Header Ads

Class 10 || আঞ্চলিক ভূগোল – ভারত ১ নম্বর মানের প্রশ্ন উত্তর ||

দশম শ্রেণী  

আঞ্চলিক ভূগোল – ভারত 

১ নম্বর মানের প্রশ্ন উত্তর

✅✅✅মাধ্যামিক ভূগোল সাজেসান ✅✅✅



১। ভারতের সর্বশেষ দক্ষিণতম স্থলবিন্দু কী ?

উঃ- ইন্দিরা পয়েন্ট।

২। প্রমান দ্রাঘিমা কাকে বলে ?/

উঃ- ভারতের প্রায় মাঝখান দিয়ে উত্তর – দক্ষিনে ৮২ ১/২ পুঃ দ্রাঘিমারেখাকে প্রমান দ্রাঘিমা ধরা হয়েছে।

৩. র‍্যাডক্লিফ লাইন কি?

উঃ- উত্তর – পশ্চিমে ভারত – পাকিস্তান সীমারেখা র‍্যাডক্লিফ লাইন নামে পরিচিত।

৪. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?

উঃ- ১৯৫৬ সালে ১লা নভেম্বর।

প্রাকৃতিক পরিবেশ

ভারতের ভু প্রকৃতি

১. হিমালয়কে উত্তর থেকে দক্ষিনে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়, সেগুলি কী কী ?

উঃ- চারটি শ্রেণিতে – ১. টেথিস হিমালয়, গ্রেট হিমালয়, মধ্য হিমালয়, আবহিমালয়।

২. তিব্বত হিমালয়ের প্রধান পর্বত কী কী ?

উঃ- জাস্কর, লাদাখ, ও কারাকোরাম।

৩. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

উঃ- মাউন্ট এভারেস্ট।

৪. এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গপথ কোনটি ?

উঃ- জহর টানেল।

৫.হিমাদ্রি হিমালয়ের গিরিপথ গুলির নাম লেখো।

উঃ- বুর্জি – লা , জেলেপ – লা, নাথু – লা।

৬. ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?

উঃ- লাদাখ মালভূমি।

৭. কারেওয়া কি ?

উঃ- উপত্যকার ধাপযুক্ত উর্বর ভুমি স্থানীয় ভাষায় কারেওয়া নামে পরিচিত।

৮. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?

উঃ- সিয়াচেন।

৯. পৃথিবীর বৃহত্তম জনবসতিপূর্ণ নদী দ্বীপ কোনটি ?

উঃ- মাজুলী।

১০. হামাদা কাকে বলে ?

উঃ- ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিমে বালি ও শিলাখন্ড দ্বারা গঠিত অঞ্চলকে স্থানীয়ভাবে হামাদা বলে।

১১. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি ?

উঃ- আনাইমুদি।

১২. ডেকানট্র্যাপ কাকে বলে ?

উঃ- মহারাষ্ট্রে অবস্থিত এই মালভূমি ভু- গর্ভস্ত লাভা শিলা দ্বারা গঠিত। এই মাল্ভুমিতে পশ্চিম থেকে পূর্ব দিকে সিঁড়ির মতো ধাপ দেখা যায়। তাই একে ডেকানট্র্যাপ।

১৩. তাল কী?

উঃ- হিমালয় পর্বতে হিমবাহ সৃষ্ট হ্রদ্গুলি স্থানীয় ভাষায় তাল নামে পরিচিত। যেমন – সাততাল, ভীমতাল।

৪. বহুমুখী নদী উপত্যাকা পরিকল্পনা কাকে বলে ?

উঃ- যে পরিকল্পনার সাহায্য কোনো নদীতে বাঁধ দিয়ে তার অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের উন্নতির জন্য নদীর জলকে অসংখ্য উদ্দেশ্যে ব্যাবহার করা যায় তাকে বহুমুখী নদী উপত্যাকা পরিকল্পনা বলে।

১৫.  কফি বৃষ্টি কী ?

উঃ- কালবৈশাখীর প্রভাবে পশ্চিমবঙ্গ, অসম ও তার আশেপাশে ১৫-৪০ সেমি, কেরালা ও কর্ণাটক উপকুলে আম্ল বৃষ্টির প্রভাবে ১০-২০ সেমি পর্যন্ত বৃষ্টি হয়, কর্ণাটকে এই বৃষ্টি কফি বৃষ্টি নামে পরিচিত।

১৬. ভারতের সর্বনিম্ন শীতকালীন তাপমাত্রাযুক্ত এলাকা কোনটি ?

উঃ- দ্রাস উপত্যাকা।

১৭. খাদার ও ভাঙ্গার কী?

উঃ- নদী – তীরবর্তী নবীন পলিমাটি খাদার ও নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত।

১৮. Black Cotton Soil কাকে বলে ?

উঃ- কৃষ্ণমৃত্তিকার ওপর নামে রেগুর। তুলো এই মাটির প্রধান ফসল তাই একে  Black Cotton Soil বলে।

১৯. সমোন্নতি রেখা কাকে বলে ?

উঃ- পাহারের ঢালু অঞ্চলে একই উচ্চতা বিশিষ্ট অংশগুলি যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে সমোন্নতি রেখা বলে।

২০. কৃষি বনসৃজন কাকে বলে ?

উঃ- কৃষকের নিজের জমিতে আয় বাড়ানোর জন্য কৃষি জমির পাশে কৃষিজ ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে ফলমূল, শাকসবজি,  ওষুধ ইত্যাদি পাওয়ার জন্য গাছপালা লাগিয়ে যে বনভুমি গড়ে তোলা হয় তাকে কৃষিজ বনসৃজন বলে। 

Post a Comment

0 Comments