Looking For Anything Specific?

Header Ads

Class - 11 Geography MCQ || Chapter 1#wbchse2025 #boardexamination #geography #mcq

 Class - 11
Geography 
Semester-1
Chapter - 1 MCQ 


1. কোন ভৌগলিক প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন?

       (a)হামবোল্ড

       (b) রিটার

       (c) হেগেট

       (d) এরাটোস্থেনিস 

        2. সব ধরনের ভৌগলিক অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে স্থান উক্তিটি কার?

(a)স্ট্র্যাবো 

(b)জোন্স

(c) হার্টসোর্ন

 (d)রিটার

3. কালচারাল হেলথ শব্দটি প্রথম ব্যবহার করেন -


 (a)কাল ও সয়ার

(b) হান্টিংটন

c) কার্ল রিটার  

d) ব্রিদাল দ্য লা ব্লাস 


4. আন্তর্জাতিক ভূগোলের মূল বিষয়বস্তু হল - 

(a)পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান 

(b)আন্তর্জাতিক স্তরে দেশ গুলির মধ্যে সুসম্পর্ক স্থাপন  

       (c) বিশ্বায়ন 

       (d) উপরিউক্ত সবকটি 

5. ভূগোলে মানচিত্র অংকন পদ্ধতি যে নামে পরিচিত - 

(a)কার্টোগ্রাফি

(b)রিমোট সেন্সিং

        (c) DGPS

        (d) GPS

6. GPS এর পুরো কথাটি হল - 

(a)Ground Positioning System

(b)Global Positioning System

(c)Geographical Positioning System

(d)Geographic Positioning System

  

7. GIS এর পুরো কথা কী?

(a)Geographic Information System 

(b)Geometric Information System 

(c)General Information System 

(d)Geographical Information System 

8. ভূগোলে গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যবহার বলতে বোঝায় - 

(a)সংখ্যা বিপ্লব

(b)মানব বিপ্লব 

(c)মাত্রিক বিপ্লব

(d)গণিত বিপ্লব

9. Essays on political arithmetic গ্রন্থটি কার লেখা?

(aকার্ল ও সয়ার

(b)হার্টশোর্ন

(c)স্যার উইলিয়াম পেট্টি

(d)র‍্যাটজেল

10. কোন দেশ প্রথম DGPS এর ব্যবহার শুরু করেন?

(a)মার্কিন যুক্তরাষ্ট্র

(b)ফ্রান্স

(c)ভারত 

(d)ইতালি

STAY TUNED FOR PART - 2 🤍

THANK YOU❤️🙏

Post a Comment

0 Comments