PRONOUN
§
PRONOUN কাকে বলে ?
- § NOUN
কে বারবার
ব্যবহার করলে
শুনতে ভালো
লাগে না,সেই কারনেই
একি NOUN কে
বারবার ব্যবহার
না করে
WORD কে সুন্দর
করার জন্য NOUN এর
পরিবর্তে বিশেষ
WORD ব্যবহার
করা হয়,এই WORD কেই
বলা হয়
PRONOUN.
CLASSIFICATION OF PRONOUN-
1-PERSONAL 2- POSSESIVE 3- REFLEXIVE
4- INTERROGATIVE
5- DEMONSTRATIVE
6-
INDEFINITE 7- DISTRIBUTIVE
8- RELATIVE 9- RECIPROCAL
1- PERSONAL
PRONOUN-
কোনও ব্যাক্তি বস্তু বা প্রাণী এদের পরিবর্তে যে
PRONOUN গুলি ব্যবহার হয় তাদের PERSONAL PRONOUN বলে।
EXAMPLE- I,
Me, We, Us, They ETC.
FUNCTION OF PERSONAL PRONOUN-
PRONOUN যখন কর্তা হিসেবে ব্যবহার হয়,তখন তাকে SUBJECT PRONOUN
বলে।
SUBJECT PRONOUN VERB এর আগে বসে।
BEFORE A
VERB
I-আমি
YOU-তুমি / তোমরা
WE-আমরা
§ PRONOUN যখন
VERB এর পরে বসে ক্রিয়ার কর্মরুপে আচরন করে তখন তাকে বলে
OBJECT PRONOUN.
AFTER A
VERB
ME- আমাকে
HIM- তাকে
US- আমাদেরকে
EXAMPLES : 1- HE HELPED US.
HE- SUBJECT US- OBJECT
§ PREPOSITION এর পর OBJECT PRONOUN বসে।
AFTER
PREPOSITION
1- BETWEEN HER AND ME, 2- BETWEEN
THEM AND US, 3- TO HER, 4- FOR HIM.
§ LET VERB এর পর OBJECT PRONOUN বসে।
AFTER LET
VERB
1- LET US GO FOR PICNIC, 2- LET IT BE
DONE.
2-POSSESIVE PRONOUN-
POSSESSION - শব্দটির অর্থ হল অধিকার। যেসব
PRONOUN দ্বারা কোন জিনিসের উপর অধিকার প্রকাশ করা হয়, সেগুলি কে POSSESIVE PRONOUN বলা হয়।
EXAMPLES: THE BOOKS IN THE SHELF ARE
MINE.
THE BOOKS ON THE TABLE ARE YOURS.
এই বাক্য দুটিতে ‘ MINE ‘ AND ‘ YOURS ‘ POSSESSIVE PRONOUN – এর নিদর্শন। লক্ষ কর, POSSESSIVE PRONOUN - সাধারনত বাক্যের শেষে বসে। এদের পরে কোন
NOUN বসে না।
§ A PRONOUN THAT SHOWS PROSSESSION IS
CALLED POSSESIVE PRONOUN.
EXAMPLES: THAT SHIRT IS HERS.
3- REFLEXIVE PRONOUN-
PRONOUNS IN WHICH THE ACTION OF THE
SUBJECT REFLECTS OR TURNS BACK ON THE SUBJECT ITSELF ARE CALLED REFLEXIVE
PRONOUNS.
ক্রিয়ার কর্তা ও কর্ম যখন একই ব্যাক্তিকে বোঝায় তখন ক্রিয়ার কর্মকে REFLEXIVE PRONOUN বলা হয়। জেনে রাখবে, এই
PRONOUN গুলি ক্রিয়ার কাজ কর্তার ওপর আরোপ করে। এছারাও PREPOSITION এর পরেও এই
PRONOUN ব্যবহার করা হয়।
“SELF” এবং
“SELVES”যুক্ত
PRONOUN গুলি জোড় দেওয়ার জন্য ব্যবহার করা হয়।এবং তখন তাদের REFLEXIVE PRONOUN বলে।
EXAMPLES:
RIYA WAS SPEAKING TO HERSELF.
4- INTERROGATIVE PRONOUN-
WORD WHICH SUBSTITUTE FOR NOUNS AND
ASK QUESTIONS ARE CALLED INTERROGATIVE PRONOUN.
প্রশ্ন করার জন্য যেসব PRONOUN গুলি ব্যবহার করা হয় সেগুলিকে INTERROGATIVE PRONOUN বলে।
EXAMPLES: WHO ARE YOU ?
WHOSE BOOK IS THIS ?
§ RULES: WHO, WHOM, WHICH ARE USED FOR
ASKING QUESTION ABOUT PERSONS.
§ WHAT IS USED FOR THINGS.
§ কখনও কখনও WHAT ‘ CAN ALSO USED FOR PERSONS.
WHAT IS YOUR FATHER ?যার অর্থ হল WHAT IS HIS PROFESSIONS.(বৃত্তি)
‘ WHICH ‘ IS FOR ASKING QUESTIONS
ABOUT A PERSON OR THING OF A DEFINITE GROUP.
EXAMPLES: WHICH OF YOU WISE TO GO
WITH ME?
5- DEMONSTRATIVE PRONOUN-
যে সব PRONOUN কোনো কিছুকে নির্দেশ করে সেগুলিকে
DEMONSTRATIVE PRONOUN বলা হয়
যেমন- THIS, THESE, THAT, SAME ইত্যাদি।
EXAMPLES: 1- THIS IS MY PENCIL. 2- THESE
ARE MY PENCIL.
Demonstrative
Pronoun:
RULES:- a- “It” এর ব্যবহার প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক Noun এর পরিবর্তে বসতে পারে।
প্রাণীবাচক-
1-)The cow gives milk.
It
(cow) gives milk.
অপ্রাণীবাচক-
2-)The star is bright.
It
(star) is bright.
b- One/Ones এর ব্যবহার
Raya
has a watch
Which is really costly.
The watch of Raya is really costly
one.
c- Asking someone :
What are those?(questions)
6-
INDEFINITE PRONOUN-
THE PRONOUN WHICE REFER TO ANY
PESONS OR THING IN A GENERAL WAY AR KNOWN AS INDEFINITE PRONOUNS.
EXAMPLE- FEW, ANYBODY, EVERYONE ETC.
যে PRONOUN কোনও নির্দিষ্ট ব্যাক্তি বা বস্তু কে না বুঝিয়ে যে কোনও একজন বা এক্তিকে অনির্দিষ্ট ভাবে বোঝায় , তাকে INDEFINITE
PRONOUN বলে।
EXAMPLES- ALL ARE NOT RICH.
RULES:
a) সব জিনিস বোঝাতে Everything ব্যবহার করা হয়।
b)
যে কোনও জিনিস বোঝাতে Anything
ব্যবহার করা হয়।
c-
অল্প বোঝাতে Few, অন্যদের বোঝাতে others এর যে কোন একজন ব্যক্তি বোঝাতে one ব্যবহার করা হয়।
7-DISTRIBUTIVE PRONOUN-
যে PRONOUN অনেকের মধ্যে নিজেকে ছড়িয়ে দেয় তাকে,
DISTRIBUTIVE PRONOUN বলে।
DISTRIBUTIVE PRONOUNS ARE THOSE WHICH
SHOW THAT PERSONS OR THINGS ARE TAKEN ONE AT A TIME OR IN SEPARATE GROUPS.
EXAMPLE:-
a- EACH OF THE GIRLS GOT A PRIZE.
b- EITHER OF THE TWO ROADS LEADS TO
KOLKATA.
RULES:-
EACH দ্বারা দুই বা তার বেশি ব্যাক্তিকে
একের পর এক বোঝায়।
EITHER দ্বারা একজন বা অন্যজন কে বোঝায়।
8-RELATIVE PRONOUN-
যে PRONOUN,NOUN এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাই হল RELATIVE
PRONOUN।
THE PRONOUN LIKE WHO, WHOM,WHICH ETC.JOIN
TWO SENTENCE AND REFER BACK TO NOUN
GOING BEFORE THEM.THEY ARE CALLED RELATIVE PRONOUN.
EXAMPLES:-
I KNOW THE ROOM THAT HE LIVES IN.
FUNCTION OF RELATIVE PRONOUN-
A) “WHO” DOES TWO THINGS –I) দুটি বাক্য
কে যুক্ত করে। II) NOUN এর পরিবর্তে এর প্রয়োগ
হয় এবংNOUN টির আগে বসে।
B) “WHOS” DOES TWO THINGS- I) দুটি বাক্য
কে যুক্ত করে। II) NOUN এর পরিবর্তে ব্যাবহৃত হয়ে
NOUN টির আগে বসে।
C) WHICH এর ব্যবহার হয় জীব ও জড় পদার্থের
ক্ষেত্রে।
THE TIME WHICH IS LOST IS LOST
FOREVER.
D) THAT এর ব্যবহার হয় মানুষ জীব
ও জন্তুর ক্ষেত্রে।
THE CROWD THAT GATHERED PROTESTED.
9-RECIPROCAL PRONOUN-
যে PRONOUN দ্বারা মানুষের অনুভূতির বিনিময় হয়,
তাকে বলে RECIPROCAL PRONOUN.
RECIPROCAL PRONOUN ARE THOSE WHICH
EXPRESSES THE FEELINGS AND OTHER MATERIALS AMONG US IS RECIPROCAL
PRONOUN.
EXAMPLES: 1- THE TWO SISTERS USE
EACH OTHER’S PENCIL.
·
ইংরেজিতে RECIPROCAL
PRONOUN দুটি- ONE ANOTHER এবং EACH OTHER.
1 Comments
Hello amazing content please check this outhttps://www.operanewsapp.com/gh/en/share/detail?news_id=f11928869e120c83b221802b3d0ff852&news_entry_id=s652631a4200603en_gh&open_type=transcoded&request_id=SUBSCRIBE_ITEM_ded755b1-d9cc-4529-96b4-9c0e5bf094f5&from=news
ReplyDelete