শ্রেণী - দ্বাদশ
বিষয় - বাংলা
গল্প - কে বাচায় কে বাচে
MCQ -
১. যথেষ্ট রিলিফ ওয়ার্ক - না হওয়ার কারণ -
(ক) টাকার অভাব (খ) লোকের অভাব (গ) সদিচ্ছার অভাব (ঘ) পরিকল্পনার অভাব
২. মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। - কারণ -
(ক) মৃত্যুঞ্জয় শান্ত, নিরীহ দরদি ও ভালো মানুষ
(খ)মৃত্যুঞ্জয় সরল ও সৎ
(গ) মৃত্যুঞ্জয় পরোপকারী
(ঘ) মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস
৩. অন্নের বদলে বরং সমিধে পরিনত হয়ে যাবে - সমিধ শব্দের অর্থ হল -
(ক) যজ্ঞের হোমের কাঠ (খ) সমাধি (গ) ক্ষুদার আগুন (ঘ) অগ্নি
৪. চোখ বুলিয়ে নজরে পড়ল - নিখিলের নজর পড়ল -
(ক) ফুটপাথে অনাহারে মৃত মানুষের ছবি
(খ) গোটা কুড়ি মৃতদেহকে যথাযথভাবে সদ্গতির ব্যাবস্থা না করার হা হুতাশ
(গ) দুর্ভিক্ষপীড়ীত মানুষের দুরবস্থার কথা
৫. খানিক পরেই আসছে – কে আসছে ?
(ক) মৃত্যুঞ্জয় (খ) নিখিল (গ) ডাক্তার (ঘ) পুলিশ
৬. মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে ছিল -
(ক) ছেঁড়া ন্যাকরা
(খ) পাজামা লুঙ্গি
(গ) ছেঁড়া চট
৭. একেবারে মুছরে যাচ্ছেন দিনকে দিন। মৃত্যুঞ্জয়ের মুরছে যাওয়ার কারণ -
(ক )অন্তর মনের হতাশা
(খ) অফিসের অশান্তি
(গ) শারীরিক অসুস্থতা
(ঘ) স্ত্রীর অসুস্থতা।
৮. তা সে অন্ন হাজার মাইল দূরেই থাক আর —-----তালা লাগানো গুদামেই থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হল -
(ক) একুশটা (খ) দশটা (গ) একত্রিশটা (ঘ)কয়েকটা
৯. কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ -
(ক) অফিসের কাজের প্রবল চাপ ছিল
(খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল
(গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল (ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল।
১০. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে -
(ক) দশ জন লোক (খ) পাঁচ জন লোক (গ) সাতজন লোক (ঘ) ন জন লোক।
SAQ
১. ফুটপাতে হাটা তার বেশি প্রয়োজন হয় না - কেন ফুটপাতে হাটার প্রয়োজন হয় না ?
২. সন্দেহ নেই । - কেন কোন বিষয়ে সন্দেহ নেই ?
৩. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করতো?
৪. সে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। উদ্দিষ্ট ব্যক্তির কাবু হয়ে পড়ার কারণ কি ?
৫. কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের চেহারার প্রকৃতি কেমন ছিল ?
৬. মধুর আধ্যাত্মিক নীতি। - কোনটি?
৭. পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা। - নিখিলের এমন ভাবনার কারণ কি ছিল?
৮. ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই। - কে কেন পুড়ছে?
৯. এ অন্যায় নয় অত্যাচার নয়। - বক্তা কাকে অন্যায় ও অত্যাচার বলেছেন ?
১০. এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।- কার কেন এ কথা মনে হয়েছে ?
১১. অখাদ্য গ্রুয়েল। - গ্রুয়েল কি?
১২. এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে,- কোন ভাবনায় ?
১৩. মৃত্যুঞ্জয় অফিসে যায় না, - কোথায় যায় ?
১৪. ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। - কেন ?
১৫. অদৃশ্য হয়ে যায়। - কোথা থেকে কি অদৃশ্য হয়ে যায় ?
MARKS - 5
১. এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। - এ ধারণা কার ? কোন ভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না? কেন এভাবে বাঁচানো যায় না ? এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় ? ১+১+২+১
২. নিখিল মৃত্যুঞ্জয় চরিত্রের তুলনামূলক আলোচনা কর। ৫
৩. মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। - কোন প্রসঙ্গে এমন ভাবনা ? এমন ভাবনা কতদূর সত্য বলে প্রমাণিত হয়েছে তা গল্প অবলম্বনে লেখো। ২+৩
৪. মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। - মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন ? এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। ৩+২
৫. কে বাঁচায় কে বাঁচে গল্প অনুসরণে মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ কর । 5
৬. কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই । - কাদের সম্পর্কে বলা হয়েছে ? তাদের সম্পর্কে কার, কেন, কি অভিজ্ঞতা হয়েছিল ? ১+৪
0 Comments