Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী বিষয় – ভূগোল (তৃতীয় অধ্যায়) বারিমন্ডল - Important Question Answer

 

দশম শ্রেণী 

 বিষয় – ভূগোল 

 বারিমন্ডল (তৃতীয় অধ্যায় )

Important Question Answer



 

১. বারিমন্ডল কাকে বলে ?

উঃ- ভূপৃষ্ঠের জলরাশি দ্বারা আবৃত অংশকে বলে বারিমন্ডল।

 

২. উষ্ণ স্রোত কাকে বলা হয় ?

উঃ- উষ্ণমন্ডলের উষ্ণ ও হালকা জল সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠপ্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে উষ্ণ স্রোত বলে।

 

৩.  শীতল স্রোত কাকে বলে ?

উঃ- উষ্ণমন্ডল জলের অভাব পূরণ করার জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে উষ্ণমন্ডল এর দিকে প্রবাহিত হয়। একে শীতল স্রোত বলে।

 

৪.  একটি মগ্নচড়ার উদাহরণ দাও।

উঃ- উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড এর কাছে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক এরকম একটি মগ্নচড়া।

 

৫. গ্র্যান্ড ব্যাংক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত ?

উঃ- পৃথিবীর সর্বশেষ্ঠ কড মাছ কেন্দ্র হিসেবে। 

 

৬. কেন্দ্রাতিগ বল কাকে বলে ?

উঃ- পৃথিবী তার মেরুরেখার চারপাশে অনবরত ঘোরার ফলে যে শক্তি তৈরি হয় তাকে বলে বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিগ বল বলে।

 

. ভরা কোটাল কাকে বলে ?

উঃ- পৃথিবীর আবর্তনের সময় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যখন পৃথিবী, সূর্য চন্দ্র এক সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্রপৃষ্ঠে যে  তিব্র জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় ভরা কোটাল

 

. মরা কোটাল কাকে বলে?

উঃ-  চন্দ্র ও সূর্য উভয়ের আকর্ষণ শক্তি পরস্পর এর বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জল বেশি স্ফিত হতে পারে না একে বলে মরা কোটাল বলে

 

.  সিজিগি কি ?

উঃ- পৃথিবী চাঁদ ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং তখন সেই অবস্থানকে সিজিগি বলে

 

১০. অ্যাপোজি কাকে বলে ?

উঃ- পৃথিবীর সূর্য পরিক্রমণ কাল পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের হ্রাস বৃদ্ধি হয় ঠিক সেভাবেই চন্দ্রের পৃথিবী পরিক্রমাকালে পৃথিবী ও চন্দ্রের মধ্যে দূরতের হ্রাসবৃদ্ধি হয় চন্দ্র ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয়, তখন চাঁদের এই অবস্থানকে বলে অ্যাপোজি

 

১১. পেরিজি কী ?

উঃ- চন্দ্র পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন চন্দ্রের এই অবস্থানকে পেরিজি বলে

 ১২. হিমশৈল কী?

উঃ- সমুদ্রে ভাসমান বরফের স্তূপ।

১৩. পশ্চিমবঙ্গের কোন্ নদীতে বান ডাকে?

উঃ- হুগলী নদীতে।

১৪. চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কি বলে ?

উঃ- সিজিগি

১৫.  জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ কি ?

উঃ- চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ।

 

 

 

Post a Comment

0 Comments