দশম শ্রেণী বিষয় – বাংলা
প্রথম অধ্যায় – জ্ঞানচক্ষু
৩ ও ৫ নম্বর মানের প্রশ্ন
৩ নম্বর মানের প্রশ্ন
১. “ কথাটা শুনে তপনের
চোখ মার্বেল হয়ে গেল “ – কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল ? ১+২
২. “ রত্নের মূল্য
জহুরির কাছেই “ – এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ
করো। ১+২
৩. “ পৃথিবীতে এমন
অলৌকিক ঘটনাও ঘটে ” ? – অলৌকিক ঘটনাটি কী ? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। ১+২
৪. “ সে আহ্লাদ খুঁজে
পায় না “ – কার কথা বলা হয়েছে ? সেই আহ্লাদ
না হওয়ার কারণ কী ছিল ? ১+২
৫. “ শুধু এই দুঃখের
মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন “ – কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে ? তপন গভীরভাবে
কী সংকল্প করেছিল ? ১+২
৬. “ তার চেয়ে দুঃখের
কিছু নেই , তার থেকে অপমানের “ – কার সম্পর্কে এ মন্তব্য ? তার চেয়ে বলতে কি বোঝানো
হয়েছে ? ১+২
৫ নম্বর মানের প্রশ্ন
0 Comments