Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী বিষয় – বাংলা প্রথম অধ্যায় – জ্ঞানচক্ষু ৩ ও ৫ নম্বর মানের প্রশ্ন

 

দশম শ্রেণী  বিষয় – বাংলা  

প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু

৩ ও ৫ নম্বর মানের প্রশ্ন



৩ নম্বর মানের প্রশ্ন

১. “ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল “ – কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল ? ১+২

২. “ রত্নের মূল্য জহুরির কাছেই “ – এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+২

৩. “ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ” ? – অলৌকিক ঘটনাটি কী ? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। ১+২

৪. “ সে আহ্লাদ খুঁজে পায় না “  – কার কথা বলা হয়েছে ? সেই আহ্লাদ না হওয়ার কারণ কী ছিল ? ১+২

৫. “ শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন “ – কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে ? তপন গভীরভাবে কী সংকল্প করেছিল ? ১+২

৬. “ তার চেয়ে দুঃখের কিছু নেই , তার থেকে অপমানের “ – কার সম্পর্কে এ মন্তব্য ? তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে ? ১+২

৫ নম্বর মানের প্রশ্ন

 ১. “ কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।“ – কী কারণে এ কথা বলা হয়েছে ? সত্যিই তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো। ৩+২

২. “ গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না “ – কার, কোন গল্প, কোথায় ছাপা হয়েছিল ? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন ? ২+৩

৩. “ তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের “ – দুঃখ আর অপমানের কারণ কী ? এই দুঃখ আর অপমান দূর করতে উদ্দিষ্ট ব্যাক্তি কী সংকল্প গ্রহন করেছিল ? ৩+২

৪. “ তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে ” – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। ৫

৫. “ সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এল আজ ? ’’ – কোন দিনটির কথা এখানে বলা হয়েছে ? দিনটি সম্পর্কে এই উচ্ছাসের কারণ লেখো। ২+৩  

 

  

 

Post a Comment

0 Comments