দশম শ্রেণী
ভৌতবিজ্ঞান
প্রথম অধ্যায় – পরিবেশের জন্য ভাবনা
১ ও ২ নম্বর মানের প্রশ্নোত্তর আলোচনা
১ নম্বর মানের প্রশ্ন
১. বায়ুমণ্ডল কাকে বলে ?
উঃ- পৃথিবীপৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরন পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মত অবস্থান করে, তাকে বায়ুমণ্ডল বলে।
২. ওজোন হোল কীভাবে সৃষ্টি হয় ?
উঃ- ওজোন স্তরের বিনাসের ফলে ওজোন গহ্বর সৃষ্টি হয়।
৩. গ্রিনহাউস এফেক্ট কাকে বলে ?
উঃ- বায়ুমণ্ডলে মুলত Co2 এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে গ্রিনহাউস এফেক্ট।
৪. বায়ুমণ্ডলের
প্রধান উপাদান কী কী?
উঃ- অক্সিজেন ও নাইট্রোজেন।
৫. গ্রিনহাউস শব্দটির অর্থ কী ?
উঃ- কাচের ঘর।
৬. গ্লোবাল ওয়ারমিং কাকে বলে ?
উঃ- সারা পৃথিবী জুড়ে উষ্ণতার
ক্রমবর্ধমান অবস্থাকে গ্লোবাল ওয়ারমিং বলে।
৭. জ্বালানির তাপনমূল্য কাকে
বলে ?
উঃ- কোনো জ্বালানির একক ভর বা
আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমান তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপনমূল্য
বলে।
৮. কয়েকটি অপুনর্ভব শক্তির
উদাহরণ দাও।
উঃ- সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি।
৯. বায়োমাস কী ?
উঃ- বায়োমাস বলতে বোঝায় কোনো
নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট ভর।
১০. গোবরগ্যাস কাকে বলে ?
উঃ- মিথেন গ্যাসকে বলা হয়।
১১. নাইট্রোজেন ঘটিত একটি যৌগের
নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে?
উঃ- নাইট্রোজেন ডাইঅক্সাইড।
১২. কোন গ্যাসকে আগুনের বরফ বলা
হয় ?
উঃ- মিথেন গ্যাসকে।
১৩. কোন দুটি গ্যাস গ্রিনহাউস
গ্যাস নয় ?
উঃ- অক্সিজেন ও নাইট্রোজেন।
১৪. কোলবেড মিথেন কী ?
উঃ- কয়লাখনিতে কয়লার কঠিন স্তরে
অধিশোষিত মিথেন গ্যাসই হল কোলবেড মিথেন।
১৫. সৌরকোশ কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ সূর্যের
আলোকশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়।
১৬. LPG-এর পুরো কথাটি কী?
উঃ- Liquified Petroleum Gas.
১৭. CFC-এর পুরো কথাটি কী?
উঃ- ক্লোরোফ্লুরো কার্বন।
২
নম্বর মানের প্রশ্ন
১. পরিচলন স্রোত কাকে বলে ?
উঃ- তরল বা গ্যাসীয় পদার্থ
উত্তপ্ত হলে তার আয়তন প্রসারনের জন্য ঘনত্ব কমে, ফলে উত্তপ্ত
তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে ওপরে ওঠে ও ওপরের শীতল ভারী অংশ নীচে নেমে আসে।
ফলে যে উলম্ব চক্রাকার স্রোত সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে।
২. গ্রিনহাউস এফেক্ট কাকে বলে ?
উঃ- যে প্রাকৃতিক প্রক্রিয়ার
সাহায্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত CO2 CH4 N2O,
জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ, পৃথিবীপৃষ্ঠ
থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবহেলিত রশ্মি কিছু অংশ শোষণ ও বাকি অংশ
প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবকুলের বেঁচে
থাকার অনুকুল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিনহাউস এফেক্ট বলে।
৩. গ্লোবাল ওয়ারমিং এর দুটি প্রভাব
লেখো।
উঃ- ১। বরফ গলা জল সমুদ্রের জলে যুক্ত হয়ে
সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা বৃদ্ধি করবে।
২। উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের দ্বারা বনভুমি নস্ট হবে।
৪. স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ?
উঃ- ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায়
রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণ রূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে
সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরন ও ব্যাবহার করা হয়, তখন
তাকে স্থিতিশীল উন্নয়ন বলে।
৫. বায়োগ্যাস কাকে বলে ?
উঃ- বায়োমাসকে বায়ুর
অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জটিল জৈব রাসায়নিক
প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রন উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলে।
0 Comments