Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী বিষয় – ইতিহাস পঞ্চম অধ্যায় ( বিকল্প চিন্তা ও উদ্যোগ ; বৈশিষ্ট্য ও পর্যালোচনা ) ১ নম্বর মানের প্রশ্ন উত্তর।

 

দশম শ্রেণী

বিষয় ইতিহাস

পঞ্চম অধ্যায় ( বিকল্প চিন্তা উদ্যোগ ; বৈশিষ্ট্য পর্যালোচনা )




. Compendio Spiritual Da Vida Christa বইটি কোথায় সংরক্ষিত আছে ?

 উঃ- নিউইয়র্কের পাবলিক লাইব্রেরি তে

. কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ?

 উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে

. ঢাকা প্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৮৫৬ খ্রিস্টাব্দ

. চিনে কবে মুদ্রনশিল্পের আবিস্কার হয় ?

 উঃ- ৫৯৩ খ্রিস্টাব্দ নাগাদ

. বাঙ্গালা শিক্ষাগ্রন্থটি কে রচনা করেন ?

উঃ- রাধাকান্ত দেব

. পাখি সব করে রব কবিতাটি কার লেখা ?

উঃ- মদনমোহন তর্কালঙ্কার

. কে ছাপাখানার জনক নামে পরিচিত ?

উঃ- জোহানেস গুটেনবার্গ

. বাংলা মুদ্রণশিল্পে পঞ্চানন কর্মকারের অবদান কী ?

উঃ- পঞ্চানন কর্মকার উন্নত বাংলা অক্ষরের ছাঁচ বা টাইপ তৈরি করেন

. শ্রীরামপুর ছাপাখানা থেকে মুদ্রিত একটি বাংলা সাহিত্যর নাম লেখো

উঃ- প্রতাপাদিত্য চরিত্র

১০. এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল ?

উঃ- এশিয়াটিক রিসার্চেস

১১. বিদ্যাসাগর সাট বলতে কী বোঝো ?

উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা মুদ্রনের কাজে সহায়তার জন্য অক্ষর সংযোজনের বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন একে বিদ্যাসাগর সাট বলে

১২. কে টুনটুনির বই রচনা করেন ?

উঃ- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১৩. শিশুসেবধি গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ- ক্ষেত্রমোহন দত্ত

১৪. কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হন ?

উঃ- রাসবিহারী ঘোষ

১৫. কোথায় প্রথম জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব গ্রহন করা হয় ?

উঃ- ১৯০৫ সালের ১৬ই নভেম্বর পার্ক স্ট্রিটের এক সভায়

১৬. সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১৭. কাকে বাংলার ক্যাস্টন বলা হয় ?

উঃ- চার্লস উইনকিনসকে

১৮. সিটি বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- যোগীন্দ্রনাথ সরকার

১৯. কে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ?

উঃ- আচার্য প্রফুল্লচন্দ্র রায়

২০. CET – এর পুরো নাম কী ?

উঃ- কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

 

Post a Comment

0 Comments