দশম শ্রেণী
বিষয় – ভূগোল
✔✔✔ বর্জ্য ব্যাবস্থাপনা ✔✔✔
উঃ- যেসব পদার্থ ব্যবহারের পর বা অব্যবহারযোগ্য হওয়ায় বা অবাঞ্ছিত বলে ফেলে দেওয়া হয় এবং পরিবেশের ক্ষতি করে তাকে বজ্র পদার্থ বলে।
২. প্রাকৃতিক গ্যাসীয় বর্জ্য কি কি ?
উঃ- আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ধূলিঝড়।
৩. মনুষ্য সৃষ্ট গ্যাসীয় বর্জ্য কি?
উঃ- যানবাহনের নির্গত ধোঁয়া ও জ্বালানি থেকে নির্গত কার্বন - ডাই – অক্সাইড ও কার্বন মনোক্সাইড।
৪. বিষাক্ত বর্জ্য কাকে বলে ?
উঃ- যে সকল বর্জ্য মানুষ ও পরিবেশের ক্ষতি করে তাকে বিষাক্ত বর্জ্য বলে।
৫. কৃষি ফসল থেকে সৃষ্ট বর্জ্য কি কি ?
উঃ- ফসলের মূল ও কান্ডের অংশবিশেষ, শুকনো খড়, ধান গাছের গোড়া, ধানের খোসা ইত্যাদি।
৬. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কি ?
উঃ- চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন বর্জ্য পদার্থকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে।
৭. বর্জ্য ব্যবস্থাপনার তিনটি উপায় কি ?
উঃ- ১. বর্জ্যের পরিমাণগত হ্রাস। ২. বর্জ্যের পুনর্ব্যবহার। ৩. পুনর্নবীকরণ।
৮. পুনর্নবীকরণ কাকে বলে ?
উঃ- এক বা একাধিক ব্যবহারের পর ফেলে দেওয়া বর্জ্য পদার্থ কে যখন পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা যায় তখন তাকে পুনর্নবীকরণ বলে।
৯. কম্পোস্টিং কাকে বলে ?
উঃ- ব্যাকটেরিয়া দ্বারা পচনশীল জৈব বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে পচন ঘটিয়ে হিউমাস জাতীয় পদার্থে পরিণত করা হয়, এই হিউমাস জাতীয় পদার্থকে কম্পোস্ট বলে, এবং এই পদ্ধতিকে কম্পোস্টিং বলা হয়।
১০. ভারতে কয়টি পদ্ধতিতে কম্পস্টিং করা হয় ?
উঃ- দুটি পদ্ধতি, - ১. উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া, ২. যান্ত্রিক কম্পোস্টিং।
১১. সিউয়েজ কাকে বলে ?
উঃ- শহরের নালা ও নর্দমা থেকে পাওয়া কাদার মতো নোংরা পদার্থ এবং সেপটিক ট্যাংকে জমা মলমূত্র ইত্যাদি বলে সিউয়েজ।
১২. স্ক্র্যাবার কী ?
উঃ- স্ক্র্যাবারের মাধ্যমে গ্যাসীয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা সম্ভব হয়।
১৩. ফ্লাই অ্যাশ কি ?
উঃ- অতি সূক্ষ্ম কণাবিশিষ্ট ছাই।
১৪. ISWM-এর পুরো নাম কী ?
উঃ- Integrated Solid Waste Management.
১৫. একটি জীববিশ্লেষ্য বর্জ্য পদার্থের নাম বল।
উঃ- ধানের তুষ।
১৬. দুটি শিল্প বর্জ্যের উদাহরণ দাও।
উঃ- চামড়া, রং।
১৭. ময়লা বা বর্জ্য পদার্থ ধোওয়া জলকে কি বলা হয় ?উঃ- লিচেট।
১৮. স্লাজ কি ?
উঃ- সিউয়েজ থেকে মল মূত্র বাদে যে তরল অবশিষ্ট থাকে তাকে বলা হয় স্লাজ।
0 Comments