Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা

দশম শ্রেণী 

ইতিহাস

চতুর্থ অধ্যায়

সংঘবদ্ধতার গোড়ার কথা  


 

✔✔✔✔✔ 

. মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন ?

উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ শে মার্চ

. কার আমলে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ?

উঃ- বড়লাট লর্ড ক্যানিং এর আমলে ১৮৫৭ খ্রিস্টাব্দে

. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উঃ- লর্ড ক্যানিং

. তাতিয়া টোপির আসল নাম কি ?

উঃ- রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপী।

. নানা সাহেবের আসল নাম কি?

উঃ- গোবিন্দ ধন পন্ত

. ১৮৫৭- এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায়ের নাম লেখ

উঃ-  রাজপুত, মুসলিম, শেখ, মারাঠি

. কোন সময় কে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয়েছে ?

উঃ- উনবিংশ শতকে

. বঙ্গভাষা প্রকাশিকা সভায় কী বিষয়ে আলোচনা হতো?

উঃ- ভারতীয়দের স্বার্থ জড়িত এমন বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলী সম্পর্কে আলোচনা হতো

. কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় ?

উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দে।

১০. হিন্দু মেলার অপর নাম কি ?

উঃ- চৈত্রমেলা।

১১. কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয় ?

উঃ- হেমন্তকুমার ঘোষ ও শিশিরকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ নামে একটি রাজনৈতিক সভাসমিতি প্রতিষ্ঠা করেন

১২. ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

উঃ- কলকাতার এলবার্ট হলে

১৩. ইলবার্ট বিল কে রচনা করেন ?

উঃ- লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট।

১৪. আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় ?

উঃ- The abbey of bliss নামে।

১৫. স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ

উঃ- বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য পরিব্রাজক

১৬. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কি ?

উঃ- উদ্বোধন

১৭. গোরা উপন্যাসটি কে রচনা করেন?

উঃ-  রবীন্দ্রনাথ ঠাকুর

১৮. গোরা উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখ?

উঃ- কৃষ্ণদয়াল ও মহিম

১৯. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু কি ছিল ?

উঃ-  সমাজে ধনী ও অভিজাতশ্রেণীর কাজকর্ম

২০. ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন ?

উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

২১. ভারতসভার মুখপাত্র হিসেবে কোন পত্রিকা প্রচারকার্য চালাত ?

উঃ- দ্য বেঙ্গলি।

২২. পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৮৭০ খ্রিস্টাব্দে।

২৩. ‘The Sepoy Mutiny and the Revolt of ১৮৫৭গ্রন্থটির লেখক কে?

উঃ- . রমেশচন্দ্র মজুমদার

২৪. ‘Eighteen Fifty Seven’ গ্রন্থের লেখক কে ?

উঃ- .সুরেন্দ্রনাথ সেন

২৫. ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত খ্রিস্টাব্দে ঘটে ?

উঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দে

২৬. কে বেঙ্গল আর্মির সদস্য ছিলেন ?

উঃ- মঙ্গল পান্ডে

২৭. কত খ্রিস্টাব্দে বন্দেমাতরম সংগীতটি রচিত হয় ?

উঃ- ১৮৭৫ খ্রিস্টাব্দে

২৮. ভারতমাতা চিত্র টি কে আঁকেন ?

উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর

২৯. নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন ?

উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর

৩০. খলব্রাহ্মণ চিত্রটি কে এঁকেছেন ?

উঃ- গগনেন্দ্রনাথ ঠাকুর

 

PDF FILE LINK - 

Post a Comment

0 Comments