দশম শ্রেণী
ভূগোল প্রথম অধ্যায়
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভুমিরুপ
১ নম্বর মানের ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর
১. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে
?
উঃ- ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক
শক্তি সমুহের দ্বারা ভূপৃষ্ঠ ও তার কাছাকাছি উপপৃস্থীয় অংশে ছোট ছোট ভূমিরূপ গঠন
এর পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বলে।
২. জলবিভাজিকা কাকে বলে ?
উঃ- কোন উচ্চভূমি যখন বরফগলা জল বা
বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে তাকে জলবিভাজিকা বলে।
৩. ষষ্ঠ ঘাতের সূত্র কি ?
উঃ- নদীর গতিবেগ কোনো কারণে
দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64(26) গুণ বাড়ে একে
ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়।
৪. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন
কোনটি ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ায় কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর
বৃহত্তম ক্যানিয়ন।
৫. প্রপাত কূপ কাকে বলা হয় ?
উঃ- জলপ্রপাতের পাদদেশে ক্রমাগত জলস্রোতের আঘাতে এক বিশাল আকার গোল গর্তের
সৃষ্টি হয় একে বলা হয় প্রপাত কূপ।
৬. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ
কোনটি ?
উঃ- গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ।
৭. বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ?
উঃ- বায়ুমন্ডলের নিচের স্তরের
কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন
অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের
মাত্রাতিরিক্ত ঘনত্ব বাড়ার জন্য পৃথিবী জুড়ে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলি।
৮. লোহাচড়া দ্বীপ টি কোথায়
অবস্থিত ?
উঃ- পশ্চিমবঙ্গের সুন্দরবনে
।
৯. পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি
?
উঃ- গ্রিনল্যান্ড এর কোয়ারেক।
১০. কোনটি পৃথিবীর
দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ।
উঃ- কুমেরু মহাদেশ এর নাম্বার
ল্যাম্বার্ট।
১১. পৃথিবীর বৃহত্তম উপত্যকা
হিমবাহ কোনটি ?
উঃ- আলাস্কার হুবার্ড।
১২. ভারতের দীর্ঘতম হিমবাহ
কোনটি ?
উঃ- সিয়াচেন।
১৩. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয়
হিমবাহ কোনটি ?
উঃ- আলাস্কার মালাস্পিনা
১৪. হিমরেখা কাকে বলে ?
উঃ- ভূপৃষ্ঠের যে সীমারেখার ঊর্ধ্বে অত্যধিক শীতলতার জন্য সারা বছর জল জমে তুষারে পরিণত হয়ে থাকে এবং যে সীমারেখার নিচে উত্তাপে তুষার
গলে জলে পরিণত হয়। সেই সীমারেখাকে হিমরেখা
বলে।
১৫. বার্খানয়েড কী ?
উঃ- পাশাপাশি
অবস্থিত বাখান বালিয়াড়িগুলি পরস্পরযুক্ত হয়ে গেলে বৃহৎ বাখান গড়ে ওঠে, তাকে বাখার্নয়েড বলে।
১৬. একটি
শীতল মরুভূমির নাম করো।
উঃ- গোবি মরুভূমি।
১৭. ভারতের নবগঠিত
রাজ্যটির নাম কি ?
উঃ- তেলেঙ্গানা।
১৮. মৃত্তিকা সংরক্ষনের
প্রধান উপায় কি?
উঃ- বৃক্ষরোপণ।
১৯. পৃথিবীর বৃহত্তম
জলপ্রপাত কোনটি ?
উঃ- স্ট্যানলি।
২০. মরু অঞ্চলে অবশিষ্ট
পাহাড়গুলিকে কি বলে ?
উঃ- ইনসেলবার্জ।
২১. এসকার কাকে বলে ?
উঃ- হিমবাহ ঢাকা নদীখাতে
হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির প্রস্তরখন্ড নুড়ি কাঁকর বালি কাদা প্রভৃতি জমে আঁকা
বাকা ও অল্প উঁচু শৈলশিরার মতো ভুমিরুপ সৃষ্টি করে, একে এসকার বলে।
২২ . ধনুকাকৃতি ব-দ্বীপ কাকে বলে ?
উঃ- যে সকল ব দ্বীপ
সমুদ্রের দিকে ধনুকের মত বেঁকে অবস্থান করে তাদের বলে ধনুকাকৃতি ব-দ্বীপ।
২৩. কাসপেট বদ্বীপ কাকে বলে ?
উঃ- যেসকল বদ্বীপে মূল নদীর মোহনাটি করাতের দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মত সমুদ্রে প্রবেশ
করে তাকে কাসপেট বদ্বীপ বলে।
২৪. নিউমুর
দ্বীপ এর ভারতীয় এবং বাংলাদেশীয়
নাম কি ?
উঃ- ভারতীয়
নাম পূর্বাশা বাংলাদেশের নাম দক্ষিণ তালপট্টি।
২৫. পাখির পায়ের মতো বদ্বীপ
কোথায় দেখা যায় ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের
মিসিসিপি নদীতে।
0 Comments