Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর।

দশম শ্রেণী

ভূগোল  দ্বিতীয় অধ্যায়  

বায়ুমণ্ডল



১. বায়ুমণ্ডল কাকে বলে ?

উঃ- পৃথিবীর উপরিভাগে যে অদৃশ্য গ্যাসের আবরণ, জলীয়বাষ্প, সূক্ষ্ম ধূলিকণা পৃথিবীর চারপাশে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে

২. বায়ুমণ্ডলের উপাদান গুলি কি কি?

উঃ-  গ্যাসীয় উপাদান, জলীয়বাষ্প ধূলিকণা

৩. নর্মাল ল্যাপস রেট কাকে বলে ?

উঃ- ট্রপোস্ফিয়ার স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিমিতে 6.4 ডিগ্রী সেন্টিগ্রেট হারে উষ্ণতা কমে যায় যাকে নর্মাল ল্যাপস রেট বলে

৪.  অ্যালবেডো কি ?

উঃ- মেঘপুঞ্জ, ধূলিকণা, বায়বীয় কণা, ভূপৃষ্ঠ,  বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়, আগত সৌর শক্তির এই অংশকে অ্যালবেডো বলে

৫. কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে ?

উঃ- আগত সৌর শক্তির শতকরা 66 ভাগ বিভিন্ন পদ্ধতিতে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে একে কার্যকরী সৌর বিকিরণ বলে

৬. তাপ শোষণ পদ্ধতি কি ?

উঃ- অনেক সময় বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় অ্যাডভেকশন পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটায়। বায়ুমণ্ডলে ধূলিকণা, জলীয়বাষ্প, কার্বন-ডাই-অক্সাইড প্রভৃতি উপাদানগুলি সৌরতাপ শোষণ করে উত্তপ্ত হয় যেটিকে তাপ শোষণ পদ্ধতি বলে

৭. সিক্সের থার্মোমিটার কে উদ্ভাবন করেন ?

উঃ- জেমস সিক্স।

৮. বৈপরীত্য উত্তাপ কাকে বলে ?

উঃ- সাধারণ নিয়মে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি কিমিতে কমতে থাকে কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা না কমে বেড়ে যায় একে বৈপরীত্য উত্তাপ বলে

৯.  কোথায় মহাদেশীয় জলবায়ু ও কোথায় সামুদ্রিক জলবায়ু দেখা যায় ?

উঃ- এশিয়ার মধ্যভাগে পর্বতবেষ্টিত মালভূমি অঞ্চলে মহাদেশীয় জলবায়ু এবং উপকূলবর্তী অঞ্চলে সামগ্রিক জলবায়ু দেখা যায়

১০. সমোষ্ণরেখা কাকে বলে ?

উঃ- ভূপৃষ্ঠের একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোষ্ণরেখা বলে

১১. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ?

উঃ- ব্যারোমিটার

 ১২. ব্যারোমিটার যন্ত্র সর্বপ্রথম কে আবিষ্কার করেন ?

উঃ- ভান গেলিস্তা টরিসেলি

১৩. সমচাপরেখা কাকে বলা হয় ?

উঃ- বছরের কোন একটি নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের যে সকল স্থানে বায়ুচাপ একই রকম থাকে সেইসব স্থান গুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমচাপ রেখা বলে

১৪.  ডোলড্রাম কি ?

উঃ- নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এখানকার বায়ু উষ্ণ ও হালকা তাই ঊর্ধ্বমুখী ভূপৃষ্ঠের সমান্তরালে এই অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয় না শান্ত ভাব বজায় থাকে, তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয়

১৫. কাকে বাণিজ্য বায়ু বলা হয় ?

উঃ- আয়ন বায়ুকে।

১৬.  ITCZ কি?

উঃ- উত্তর পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় বরাবর মিলিত হয় তাই এই অঞ্চলকে আন্ত ক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলা হয়

১৭. কোন বায়ুর অপর নাম তুষার ভক্ষক?

উঃ- চিনুক।

১৮.  জেট বায়ু কাকে বলে ?

উঃ- ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এক অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন বায়ু প্রবাহিত হয় যাকে জেট বায়ু বলে

১৯.  জলচক্র কি ?

উঃ- জল বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে আসে আবার ভূপৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমন্ডলে ফিরে যায়। জলের এই চক্রাকারে আবর্তনকে বলা হয় জলচক্র

২০. নিরপেক্ষ আদ্রতা কাকে বলে ?

উঃ- কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে চরম বা  নিরপেক্ষ আদ্রতা বলে

২১.  সম্পৃক্ত বায়ু কাকে বলে ?

উঃ- কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যে পরিমাণ সর্বোচ্চ জলীয়বাষ্প গ্রহণ করতে পারে, তখন সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে

২২.  শিশিরাঙ্ক কি ?

উঃ- যে উষ্ণতায় বায়ু জলীয়বাষ্পের দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে

২৩.  ধোঁয়াশা কিভাবে সৃষ্টি হয় ?

উঃ- নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের সাথে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াশা সৃষ্টি করে

২৪. এল নিনো কি ?

উঃ- দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত

২৫. ফেরেলের সূত্র কি ?

উঃ-  কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় যা ফেরেল আবিষ্কৃত সূত্র


Post a Comment

0 Comments