দশম শ্রেণী – ইতিহাস
তৃতীয় অধ্যায়
প্রতিরোধ ও বিদ্রোহ ; বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
১ নম্বর মানের ৩০ টি
গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর
১. দিয়েত্রিখ ব্রান্ডিস কে ছিলেন ?
উঃ- বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল।
২. ভারতীয় অরন্য আইন কবে
পাশ হয় ?
উঃ- ১৮৭৮ খ্রিস্টাব্দে।
৩. কে মেদিনীপুরের
লক্ষীবাঈ নামে পরিচিত ?
উঃ- মেদিনীপুরের রানী শিরোমণি।
৪. ডিং খরচা কি ?
উঃ- রংপুর বিদ্রোহের সময়
বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করে যা ডিং খরচা নামে পরিচিত।
৫. ভয়েলকার কে ছিলেন ?
উঃ- একজন জার্মান কৃষিবিদ, যিনি
ভারতে এসেছিলেন।
৬. হো বিদ্রোহ কবে হয়েছিল
?
উঃ- ১৮২১ খ্রিস্টাব্দে।
৭. গুন্ডা ধুর কে ছিলেন ?
উঃ- বাস্তার বিদ্রোহের নেতা।
৮. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু
হয় ?
উঃ- ১৮৫৫ খ্রিষ্টাব্দে।
৯. উলঘুলান
বলতে কী বোঝায় ?
উঃ- ভয়ঙ্কর বিশৃংখলা।
১০. মহেন্দ্রলাল দত্ত কে ছিলেন?
উঃ- মহেন্দ্রলাল দত্ত ছিলেন দিঘি থানার একজন অত্যাচারী দারোগা, যিনি সাঁওতাল বিদ্রোহীদের হাতে
নিহত হন।
১১. মুন্ডা বিদ্রোহের প্রধান
নেতা কে ছিলেন ?
উঃ- বিরসা মুন্ডা।
১২. বিরসা মুন্ডা কোথায়
জন্মগ্রহণ করেন ?
উঃ- রাচি জেলার উলিহাত গ্রামে।
১৩. ‘খুৎকাঠি’ প্রথা কি?
উঃ- মুন্ডা সমাজে কৃষিজমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল যা খুৎকাঠি প্রথা নামে পরিচিত।
১৪. আদিবাসীরা কাদের দিকু বলতো ?
উঃ- বহিরাগত জমিদার মহাজন'
ব্যবসায়ীদের।
১৫. ‘দামিন
- ই - কোহ এর অর্থ কি ?
উঃ- পাহাড়ের প্রান্তদেশ।
১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনের
প্রধান নেতা কে ছিলেন ?
উঃ- তিতুমীর।
১৭. ফরাজি আন্দোলনের
প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- হাজী শরিয়ত উল্লাহ।
১৮. তিতুমীরের অনুগামীরা নিজেদের
কী নামে অভিহিত করতেন ?
উঃ- হেদায়তী।
১৯. কে কোথায় বাঁশের কেল্লা
তৈরি করেন ?
উঃ- তিতুমীর ২৪ পরগনা জেলার নারকেলবেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন।
২০. কে বিশে ডাকাত নামে পরিচিত ?
উঃ- বিশ্বনাথ সর্দার।
২১. কবে কাদের মধ্যে পলাশীর
যুদ্ধ হয়?
উঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার
নবাব সিরাজউদ্দোল্লাহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি লর্ড
ক্লাইভের মধ্যে।
২২. কবে কাদের মধ্যে বক্সারের
যুদ্ধ হয় ?
উঃ- ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার
নবাব মীরকাশিম ও ইস্ট ইন্ডিয়া
কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে।
২৩. কারা বাংলায় ওয়াট টাইলার নামে
পরিচিত?
উঃ- দিগম্বর বিশ্বাস ও
বিষ্ণুচরন বিশ্বাস।
২৪. পাবনা বিদ্রোহের কয়েকজন
নেতার নাম লেখ।
উঃ- ঈশ্বর চন্দ্র রায়,
শম্ভুনাথ প্রমূখ।
২৫. কে বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন ?
উঃ- রামরতন মল্লিক।
২৬. কার উদ্যোগে নীল কমিশন গঠিত হয় ?
উঃ- কে পি গ্রান্ট।
২৭. হো বিদ্রোহ কবে হয়েছিল ?
উঃ- ১৮২১ খ্রিস্টাব্দে।
২৮. বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন ?
উঃ- সিং বোঙ্গা বা সূর্য দেবতা।
২৯. চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখো ?
উঃ- দুর্জন
সিং।
৩০. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উঃ- সিধু ও কানহু।
0 Comments