Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী – ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার ; বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বর মানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর

 

দশম শ্রেণী ইতিহাস

দ্বিতীয় অধ্যায়

সংস্কার ; বৈশিষ্ট্য ও পর্যালোচনা

১ নম্বর মানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



 

১. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন ভাষায় সম্পাদিত হয়?

উঃ-  ইংরেজি ভাষায়

২. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ?

উঃ- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদক

৩. কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয় ?

উঃ- বেঙ্গল গেজেট

৪. দীনবন্ধু মিত্র কবে কোথায় জন্মগ্রহণ করেন ?

উঃ- ১৮২৯ খ্রিস্টাব্দে উত্তর ২৪ পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন

৫. নীলদর্পণ কে রচনা করেন ?

উঃ- দীনবন্ধু মিত্র

৬. কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৮৭২ খ্রিস্টাব্দে।

৭. কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনূদিত হয় ?

উঃ- নীলদর্পণ

৮. চুইয়ে পড়া নীতিপ্রবক্তা কে?

উঃ-  লর্ড মেকলে

৯. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- ডেভিড হেয়ার

১০.  ওরিয়েন্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- গৌরমোহন আঢ়্য।

১১. এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন ?

উঃ- বেনীমাধব বড়ুয়া

১২. শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন ?

উঃ- উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান

১৩. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উঃ- স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ খ্রিস্টাব্দে।

১৪. কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

উঃ-  লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে।

১৫. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- রাজা রামমোহন রায়

১৬. বাংলার প্রথম স্নাতক ডিগ্রি প্রাপ্ত নারীদের নাম লেখ.

উঃ- কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু

১৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উঃ- স্যার জেমস উইলিয়াম কোলভিল।

১৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ছিলেন ?

উঃ- যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৯. কে কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন ?

উঃ- দেবেন্দ্রনাথ ঠাকুর

২০. নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ- কেশব চন্দ্র সেন

২১. লালন ফকির কে ছিলেন ?

উঃ- একজন বাউল কবি

২২. স্বামী বিবেকানন্দ কবে কোথায় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন ?

উঃ-  ১৮৯৩ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন।

২৩. মোহাম্মদ মহসীন কে হাজি বলা হয় কেন ?

উঃ- মোহাম্মদ মহসীন মক্কায় হজব্রত পালন করেন বলে তিনি হাজী উপাধি লাভ করেন

২৪. ডিরোজিও কে ছিলেন ?

উঃ- হিন্দু কলেজের অধ্যাপক এবং নব্য বঙ্গ আন্দোলনের নেতা

২৫. ব্রাহ্ম সমাজের মুখপত্র কি ছিল ?

উঃ- তত্ত্ববোধিনী পত্রিকা।

২৬। বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর।

২৭. হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল ?

উঃ- পটলডাঙা অ্যাকাডেমি।

২৮.  কোন সময়টিকে বাংলা তথা ভারতের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় ?

উঃ- অষ্টাদশ শতককে। 

২৯. কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয় ?

উঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দে। 

৩০. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?

উঃ- ১৮২৯ খ্রিস্টাব্দে

 

Post a Comment

0 Comments