Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী – ইতিহাস প্রথম অধ্যায় – ইতিহাসের ধারনা ১ নম্বর মানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর

 

দশম শ্রেণী ইতিহাস

প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা

১ নম্বর মানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



. নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে ?

উঃ- রনজিত গুহ

.  অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ

উঃ-  মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, লাদুরী প্রমুখ।

. ‘সাবলটার্ন স্টাডিজ রিডার১৯৮৬ ১৯৯৫  গ্রন্থটি কে রচনা করেন?

উঃ- রনজিত গুহ

. ফ্রাংক ওরেল কে ছিলেন ?

উঃ- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক

. ইন্ডিয়া ফুড এন্ড কুকিং গ্রন্থটি কে রচনা করেন?

উঃ- প্যাট চ্যাপম্যান

. টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে?

উঃ-  বোরিয়া মজুমদার

. প্রথম কে, কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?

উঃ- নবীনচন্দ্র দাস ১৮৬৮ খ্রিস্টাব্দে

. ডান্স অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন?

উঃ- শোভনা গুপ্ত।

. বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা ?

উঃ- আশুতোষ ভট্টাচার্য

১০. শিল্প ইতিহাসবিদ কাদের বলা হয় ?

উঃ-  যেসব ইতিহাসবিদ শিল্প চর্চা করেন তাদের শিল্প ইতিহাসবিদ বলা হয়। 

১১.  একেই বলে শুটিংবিষয় চলচ্চিত্র গ্রন্থদুটি কার লেখা ?

উঃ- সত্যজিৎ রায়

১২. প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি ?

উঃ- দেনা পাওনা

১৩. কে কবে ক্যামেরা আবিষ্কার করেন ?

উঃ- আলেকজান্ডার ওয়ালকট ১৮৪০ খ্রিস্টাব্দে

১৪. ‘কুন্তলীন তেলখ্যাত বাঙালি ফটোগ্রাফারের নাম কি ?

উঃ- এইচ বোস বা হেমেন্দ্রনাথ বোস।

১৫. ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে ?

উঃ- লর্ড ডালহৌসি

১৬. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?

উঃ- রাজতরঙ্গিনী

১৭. হুগলি জেলার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ-  সুধীর কুমার মিত্র

১৮. কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ- রাধারমন মিত্র

১৯. ‘আমেরিকান মিলিটারি লিডার্স গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ- রজার স্পিলার।

২০. ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় ?

উঃ- ১৮৭৮ খ্রিস্টাব্দে

২১. ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন ?

উঃ- মধুসূদন গুপ্ত

২২. ইকো ফেমিনিজম’ - এর প্রবক্তা কে ?

উঃ- ফ্রাঁসোয়া দেবান।

২৩. সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?

উঃ-  ১৯৭৫ খ্রিস্টাব্দের ৮ মার্চ

২৪. এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন ?

উঃ- আচার্য প্রফুল্লচন্দ্র রায়

২৫. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

উঃ- মহাফেজখানায়।

২৬. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিটির নাম কি ?

উঃ- লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার

২৭. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৮. প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা কোনটি?

উঃ- দিগদর্শন

২৯. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি ?

উঃ- সমাচার দর্পণ

৩০. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী ?

উঃ- জীবনের ঝরাপাতা।

Post a Comment

0 Comments