পরিবেশ দূষণ
ও তার প্রতিকার
ভূমিকা: চারপাশের জড় ও সজীব উপাদানগুলিকে নিয়েই গড়ে উঠেছে আমাদের পরিবেশ। পরিবেশের প্রতিটি উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করেই পৃথিবীর বুকে জীবেরা বেঁচে থাকে। এর ফলে বাস্তুতন্তের সুস্থিতিও বজায় থাকে। তাই পরিবেশ যাতে কুলষিত না হয়,
সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
পরিবেশ দূষণ:- মানুষ যুগে যুগে তার শক্তির সৎ ব্যবহার করছে। গাছপালা কেটে গড়ে তুলছে বসত বারি। গ্রাম ভেঙে শহর গড়ছে। ফলে বদলে যাচ্ছে পরিবেশ এর ফলস্বরূপ প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্তমান যুগে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে নিজের সুখের জন্য পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে ক্রিত্তিমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে প্রতি মুহূর্তে পরিবেশ দূষিত হচ্ছে এবং এর ফলেই বন্যারতাণ্ডব ইত্যাদি দুরারোগ্য ব্যাধি মাথা তুলে দাঁড়িয়েছে। বাতাসে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। গাড়ি, বাজি,
বোমার প্রচণ্ড শব্দ মানুষের হৃদ যন্ত্রকে আঘাত করছে। সমুদ্র ও নদীতে নানা দূষিত পদার্থ ফেলার ফলে নদী ও সমুদ্রের জল ক্রমশ দূষিত হচ্ছে। কলকারখানা ও বাড়ি ঘরের নানা আবর্জনা ও বিভিন্ন জলাশয়ের জলকে দূষিত করছে।
পরিবেশ দূষণের প্রতিকার:- পরিবেশ দূষণ প্রতিরোধে সমস্ত মানুষকে একত্রিত হতে হবে। আমাদের সকলকে নিয়মিত বৃক্ষ রোপণের জন্য উৎসাহী হতে হবে। কলকারখানার বজ্র পদার্থ শহরাঞ্চলের নাগরিকদের ব্যবহৃত আবর্জনা নদী বা সমুদ্রের জলে ফেলা বন্ধ করতে হবে। কৃষি ক্ষেত্রে যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় তা যাতে জলের সাথে মিশে না যায় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মাইক লাউদ স্পিকার প্রভৃতি ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে। কলকারখানাগুলিকে এমন জায়গায় স্থাপন করতে হবে তা যেন জনবসতি থেকে অনেক দূরে হয়।
উপসংহারঃ- পরিবেশ যতই দূষিত হোক না কেন তাকে সুন্দরভাবে বাঁচতে হলে এই পরিবেশকে সুন্দর করে তলা আমাদের দায়িত্ব। আমরা যদি আমাদের বাসস্থানকে নিজেরাই ধ্বংস করি তাহলে নিজেরাই মৃত্যু ডেকে আনতে হবে। তাই দূষণমুক্ত পরিবেশ সুনিশ্চিত করতে আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে।
Fore More Details Watch My Youtube Tutorials
=
0 Comments