Looking For Anything Specific?

Header Ads

Class - Viii || Geography || Model Activity Task Part - 2 || WBBSE BOARD||

        MODEL ACTIVITY TASK         

CLASS- 8

SUBJECT- GEOGRAPHY

( Part ) – 2

নম্মস্কার বন্ধুরা। 

আজ আমি মডেল আক্তিভিটি টাস্ক এর পর্ব - ২ টা নিয়ে আলোচনা করেছি।
সব প্রশ্ন - উত্তর করে দেওয়া হয়েছে।

- পৃথিবীর অভ্যন্তরের বিযুক্তিরেখা থাকার কারন কী ?

- ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে  ভুমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেইসব স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তিরেখা হিসেবে চিহ্নিত করেছেন

বিযুক্তিরেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ঘনত্বের স্তরকে আলদা করা যায়

সিয়াল সিমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তিরেখা

ভূত্বক গুরুমন্ডলের মাঝে অবস্থিত মোহোরোভিসিক বিযুক্তিরেখা

গুরুমন্ডলের ক্রফেসিমা নিফেসিমা স্তরের মাঝে আছে রেপিত্তি বিযুক্তিরেখা

কেন্দ্রমন্ডল গুরুমন্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তিরেখা

কেন্দ্রমন্ডলের অন্তঃকেন্দ্রমন্ডলের বহিঃকেন্দ্রমন্ডলের মাঝে আছে লেহম্যান বিযুক্তিরেখা

- অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন ?

- অপসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য দুটি পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় এই ফাটল বরাবর ভু-অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ভুত্বক এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে অপসারি পাত সীমানায় সাধারনত নতুন ভূত্বক গঠিত হয় বলে একে গঠনকারী পাত সীমানা বলে

- মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভুমিকা ব্যাখ্যা করো

- মৃত্তিকা সৃষ্টিতে খনিজের প্রভাব খুব স্পষ্টখনিজের দ্রব্যের উপর নির্ভর করে মাটির উর্বরতা শক্তিঅতিরিক্ত খনিজযুক্ত মাটির উর্বরতা কম, ফলে চাসবাস ভালো হয় নালোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরিস্তর বেশ শক্ত লাল রঙের হয়খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায়, সেই অঞ্চল যথেষ্ট নরম, সছিদ্র প্রবেশ্য পাললিক শিলা দ্বারা তৈরি হয়ে থাকেভারতের ছটোনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ সম্পদ যেমন- লোহা, তামা, বক্সাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়তাই একে ভারতের খনিজ ভাণ্ডার বলে

- ভারতকে কেন উপমহাদেশ বলা হয় ?

- ভারত তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চিন , আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির সামাজিক মিল যথেষ্ট এদের মধ্যে ভারতের অবস্থান একবারে মাঝখানে, আর আয়তন   জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম এককথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হল ভারত তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়

For more details 

Click Here - 


Post a Comment

4 Comments