নম্মস্কার বন্ধুরা।
Class – Viii
Science
Model Activity Task
Part – 2
১- মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পরবে ?
উ- একটি কয়েন ও একটি খাতার পাতা একসঙ্গে ছেড়ে দিলে কয়েনটি আগে মাটিতে পড়বে। কারণ ভারী বস্তু যেভাবে বায়ুর বাধা অতিক্রম করতে পারে হালকা বস্তু তা পারে না। যদি বায়ুশূন্য স্থানে বস্তু দুটিকে একসঙ্গে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তবে তারা একই সঙ্গে মাটিতে পড়বে।
২- প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িৎ কাগজকে আকর্ষণ করে কেন তা ব্যাখ্যা দাও।
উ- প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িৎ কাগজকে আকর্ষণ করে কারণ শীতকালে বায়ুতে আদ্রতার পরিমাণ কম থাকে। ফলে চুলে শুষ্কভাব বেশি থাকে। এক্ষেত্রে আমরা যদি চুল না আঁচড়াই তাহলে চিরুনি ওই কাগজ কে আকর্ষণ করবে না। চিরুনি ও চুলের ঘর্ষণে চিরুনিটি তড়িদাহিত হয়েছে। তাই চিরুনিটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে। এ থেকে বোঝা যায়, দুটি বস্তুকে ঘর্ষণ করলে স্থির-তড়িতের সৃষ্টি হয়।
৩- গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কী কী বলতে পারো ?
উ- গ্যাসের অণুগুলির পারস্পরিক দূরত্ব অনেক বেশি। অণুগুলি দ্রুত দৌড়ায়, কাঁপে এবং পাক খায়। অণুগুলির দৌড়াদৌড়ির কোনো নির্দিষ্ট দিক নেই বরং এদের গতি এলোমেলো প্রকৃতির। দৌড়তে দৌড়তে অণুগুলি একে অন্যের সাথে ও পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গতির অভিমুখ পরিবর্তন করে। গ্যাসের অণুগুলির এই গতি অবিশ্রান্ত অর্থাৎ চলতেই থাকে।
৪- প্রাইমরডিয়াল ইউট্রিকল কী ?
উ- উদ্ভিদকোশে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না।
গহ্বরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে,
তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভিতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায়।
গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই ধরনের বিন্যাস কে প্রাইমরডিয়াল ইউট্রিকল
বলে।
৫-মানুষের লোহিত রক্তকণিকার আকার
কী রকম এবং এই আকারের জন্য তার কী সুবিধা হয় ?
উ- মানুষের লোহিত রক্তকণিকা গোলাকার। এর দু-পাশ
চ্যাপটা এবং চাকতির মতো দেখতে।
· এই আকারের জন্য লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসের
রক্তনালীর মধ্যে দিয়ে সহজে যাতায়াত করতে পারে।
· অধিক পরিমাণ অক্সিজেন পরিবহণ করতে পারে।
৬- গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ
করো।
উ- নিউক্লিয়াসের নিকটে অবস্থিত,
পরস্পর সমান্তরালভাবে বিন্যাস্ত, চ্যাপটা থলি,
লম্বা থলি বা ছোটো গহ্বর এর মতো গঠনযুক্ত এক বিশেষ প্রকার অঙ্গাণু হল
গলজি বস্তু।
এন্ডোপ্লাজমীয়
জালিকা থেকে উৎপন্ন হয়।
কোশ মধ্যস্থ
বিভিন্ন বস্তু, যেমন-
হরমোন, উৎসেচক প্রভৃতি পরিবহণে এবং ক্ষরণে গলজি
বস্তু বিশেষ ভূমিকা পালন করে।
1 Comments
Great Article Top Pakistani Dramas List 2020
ReplyDelete